November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular সফর

গুহাতেই শুরু গুহাতেই শেষ আস্ত সমুদ্র! যেতে চান?

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

মুদ্র মানেই চোখের সামনে ভেসে ওঠে সেই চেনা ছবিটা। যার এ কূল ও কূল দেখা যাবে না, আকাশের সঙ্গে মিশে যাবে শেষ জলরেখা, যার ছড়ানো বিস্তৃত তটে হুটোপাটির স্নান চলবে ঘণ্টার পর ঘণ্টা ধরে। কিন্তু এখানে এ সব দৃশ্য বিরল। কী করে হবে? গোটা সমুদ্রটাই যে লুকিয়ে পড়েছে পাহাড়ের গুহার মধ্যে। কেমন সে সমুদ্র? কোথায় গেলে দেখা মিলবে তাঁর? জেনে নিন –

* চারপাশে উঁচু ভূমি। তার মধ্যে ফাঁকা। এরই মধ্যে রয়েছে এই সমুদ্র।

* হিডেন বিচ বলা হয় একে। স্থানীয় ভাষায় প্লায়া দি আমোর অর্থাৎ বিচ অব লভ।

* মেক্সিকোর পুয়ের্তো ভালার্তা থেকে ২০ নটিক্যাল মাইল দূরে এই ‘ভালবাসার সমুদ্রতট’।

* মেক্সিকোর স্কেনিক মেরিইটা আইল্যান্ডের মধ্যে তৈরি হয়েছে এই লুকানো সমুদ্র।

* কিছু দিন আগে পর্যন্তও এই বিচটি সম্পর্কে জানত মানুষ। তবে সম্প্রতি মেক্সিকোর পর্যটন মানচিত্রে স্থান পেয়েছে এই হিডেন বিচ।

* তবে এখানে যাওয়ার একমাত্র উপায় হেলিকপ্টার। সড়কপথে বা সমুদ্রপথে এখনও যাতায়াত ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি।

* কিন্তু কী ভাবে তৈরি হল এই লুকানো সমুদ্র। আসলে প্রথম বিশ্বযুদ্ধের আগে মেরিইটা আইল্যান্ডটিকে বোমা পরীক্ষা করার জন্য ব্যবহার করত মেক্সিকো সরকার। সেই সময় একাধিক এক্সপ্লোশনের ফলেই আইল্যান্ডটি ফেটে গিয়ে এই রকম বিশালাকৃতি গুহার তৈরি করে।

* তবে এখন আর বোমা পরীক্ষা করা হয় না এই অঞ্চলে। ফলে নির্ভেজাল হলিডে ডেস্টিনেশন হিসাবে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে বিচ অব লভ।

Related Posts

Leave a Reply