চেয়ার দিয়েই ডাকাত পেটালেন বৃদ্ধ দম্পতি ! – KolkataTimes
May 5, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

চেয়ার দিয়েই ডাকাত পেটালেন বৃদ্ধ দম্পতি !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

প্লাস্টিকের চেয়ার দিয়ে পিটিয়ে ডাকাত ভাগালেন এক বৃদ্ধ দম্পতি। গত রবিবার তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার দক্ষিণাঞ্চলের একটি খামারবাড়ির ঘটনা। অসম সাহসী এই দম্পতির সাহসিকতা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষের। ঘটনাটি নজর কেড়েছে ৭০ বছরের যুবক শনমুগাভেল এবং তার ৬৫ বছরের যুবতী স্ত্রী সেন্থামারাই।

রবিবার রাত ৯টা নাগাদ উঠোনে বসে গল্প করছিলেন স্বামী-স্ত্রী। হঠাৎই মাস্ক পরে হাতে কাস্তে এবং কাটারি নিয়ে বাড়িতে প্রবেশ মুখোশধরি দুই ডাকাতের। একজন সরাসরি আক্রমণ করেন শনমুগাভেলকে। এরপর সেন্থামারাই এর দিকে এক ডাকাত কাস্তে নিয়ে এগিয়ে আসলে তাকে প্রথমে জুতো ছুড়ে মারেন তিনি। অন্যদিকে শনমুগাভেলও তখন অন্য ডাকাতের দিকে বারান্দায় রাখা টুল ছুড়ে মারেন। এবার দুজনে একযোগে আক্রমণ চালান প্লাস্টিকের চেয়ার নিয়ে। বেগতিক দেখে চম্পট দেয় দুই ডাকাত।

Related Posts

Leave a Reply