November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

জাপানে ১০০ পার করে ফেলাটা কোনো ব্যাপারই নয়। দেশটিতে শত বছর পার করে ফেলেছেন এমন মানুষ অহরহ। সম্প্রতি এই দেশেরই মিয়াকো চিও নামের এক নাগরিককে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ ও বয়স্ক মহিলার মর্যাদা দেয়া হয়েছিল। রেকর্ডটা নিজের দখলে বেশিদিন রাখতে পারলেন না তিনি। রবিবার (২২ জুলাই) মারা গেছেন মিয়াকো চিও।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃত্যুকালে মিয়াকো চিও’র বয়স হয়েছিল ১১৭ বছর ৮১ দিন। মিয়াকো চিও’র জন্ম ১৯০১ সালের ২ মে। গল্প করতে ভালোবাসতেন তিনি। চারপাশের সবাইকে আনন্দে মাতিয়ে রাখতেন। মিয়াকো চিও সুশি ও ইলের মতো জাপানের ঐতিহ্যবাহী খাবার খুব পছন্দ করতেন। তিনি ক্যালিগ্রাফি (এক ধরনের শিল্প) অনুশীলন করতেন। শৈশবে তিনি এটি শিখেছিলেন এবং জীবনের শেষ পর্যন্ত এটি চর্চা করে গেছেন।

Related Posts

Leave a Reply