চীনা ঘূর্ণিঝড়ের আতংকে কাঁপছে অলিম্পিক !
কলকাতা টাইমসঃ
প্রবল বর্ষণে বিপর্যস্ত চীন। এরই মধ্যে সেদেশে ধেয়ে আসছে ভয়াবহ ঝূর্ণিঝড় ‘ইন ফা’। একই সঙ্গে দানা বাঁধছে আরও একটি ঘূর্ণিঝড়। বিশেষজ্ঞদের ধারণা এই ঝড়ের ব্যাপক প্রভাব পড়তে পারে প্রতিবেশী দেশ জাপানে। প্রসঙ্গত, গতকাল থেকেই টোকিওয় শুরু হয়েছে অলিম্পিকের আসর। এই টোকিওতেই ঝড়ের প্রভাব নিয়ে আপাতত চিন্তায় রয়েছে অলিম্পিক কমিটি।
প্রসঙ্গত, গত চার দিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে চীনে। যার ফলে সেদেশের অনেকটা অংশজুড়েই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চীনের ঝেংঝউ-সহ মোট ২২টি শহর এখন বন্যার কবলে। ইতিমধ্যেই ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানীয় জলের প্রবল সংকটে ভুগছে বিভিন্ন অঞ্চল। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ৬০ বছরে এমন বৃষ্টিপাত চীনে হয়নি।