তৃণমূলের বঙ্গ জয়ে একমাত্র কালিমা, শূন্য হাতে ফেরা এই পঞ্চায়েত
নিউজ ডেস্কঃ
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের সবুজ ঝড় গ্রাম বাংলাথেকে বিরোধী সমস্ত দলকে ধুয়ে মুছে দিয়েছে। কী গ্রাম পঞ্চায়েত, কী পঞ্চায়েত সমিতি, আর জেলা পরিষদ- সর্বত্রই বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ছাপিয়ে গিয়েছে ২০১৩-র নির্বাচনকেও। কিন্তু এই বিপুল জয়ের মধ্যেই হতাশা এনে দিয়েছে কোচবিহারের দিনহাটা গ্রাম পঞ্চায়েত। যেখানে তৃণমূল একটি আসনও দখল করতে পারেনি।