ইসরায়েল কে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিলো একটি মাত্র অস্ত্র !
কলকাতা টাইমসঃ
প্যালেস্তাইনের ছোড়া রকেটে মাত্র কয়েকদিনের মধ্যেই ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার কথা ছিলো ইসরায়েলে। কারণ ইতিমধ্যেই মাত্র ৭ দিনের মধ্যে প্রায় দু’হাজারেরও বেশি রকেট ছুঁড়েছে প্যালিস্তিনিরা। ধ্বংসের হাত থেকে এযাত্রায় ইসরায়েলকে রক্ষা করছে ‘আয়রন ডোম’ নামে এক অভিনব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। প্যালেস্তাইনের দিক থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসা রকেটের সামনে কার্যত প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এই অস্ত্র। ইসরায়েলের এরোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি এই আয়রন ডোমই আপাতত আলোচনার শীর্ষে।
জানা যাচ্ছে, ২০১১ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের পর মাত্র ৩ বছরের মধ্যে অন্তত ১২০০ প্যালেস্তাইনের ছোড়া রকেট ধ্বংস করতে সক্ষম হয় ইসরায়েলের এই অস্ত্র। বিশেষজ্ঞদের ধারণা এই অস্ত্র না থাকলে বছর ছ’য়েক আগেই অর্ধেক ইসরায়েল বিলীন হয়ে যেতো। সামরিক বিশেষজ্ঞদের দাবি, ৭০ কিলোমিটার দূর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রেই নিষ্ক্রিয় করে দিতে সক্ষম হয় এই আয়রন ডোম। আপাতত ২৫০ কিলোমিটার পর্যন্ত আয়রন ডোম এর সক্ষমতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েল।