‘ওম্যান’ শব্দের সংজ্ঞা বদল করতে বাধ্য হলো অক্সফোর্ড ডিকশনারি
কলকাতা টাইমসঃ
‘ওম্যান’ শব্দের সংজ্ঞা বদল করতে বাধ্য হলো অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি।ওম্যান শব্দের বিস্তারিত সংজ্ঞা দিতে গিয়ে কিছু বৈষম্যমূলক এবং অপমানসূচক শব্দ ব্যবহার করার অভিযোগ ওঠে অক্সফোর্ডের বিরুদ্ধে। সেই আপত্তিকর শব্দ ডিকশনারি থেকেবাদ দেওয়ার দাবি জানিয়ে ২০১৯ সালে ভার্চুয়াল আন্দোলন শুরু করেন মারিয়া বিট্রিস জিওভানার্দি নামের এক এক মহিলা।
অনলাইনেই পিটিশন দাখিল করতে সই সংগ্রহ শুরু করেন তিনি। সেখানেই প্রায় ৩৪ হাজার মানুষ সাক্ষর করেন বলে খবর। প্রবল সমালোচনার সম্মুখীন হয়ে শেষপর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি তাদের ডিকশনারিতে ‘ওম্যান’ শব্দের সংজ্ঞা এবং প্রতিশব্দের পরিবর্তন করতে বাধ্য হয়।
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের এক মুখপাত্র জানান, দীর্ঘ পর্যালোচনার পর এই পরিবর্তন বাস্তবায়ন করা হয়েছে। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিরবর্তমান সংজ্ঞায় বলা হয়েছে, ‘ওম্যান’ বা একজন মহিলা হলেন একজন স্ত্রী কিংবা বান্ধবী।