November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভোটে দাঁড়ানো প্রার্থীদের নিরাপত্তার কোনো দায়িত্ব নেবে না পাকিস্তান সেনাবাহিনী 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ইতিমধ্যেই পাকিস্তানে নির্বাচনী সভায় একপ্রার্থীসহ শতাধিক লোক নিহত হয়েছেন। এরই জের ধরে সেদেশে রাজনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছিলো। বিশেষ করে সেনাবাহিনীকে সেই নিরাপত্তা দেওয়ার ব্যাপারে চারদিক থেকে দাবি আসতে থাকে। এবার সেই দাবি প্রত্যাখ্যান করলো সেনাবাহিনী।

বৃহস্পতিবার আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে স্ট্যান্ডিং কমিটির এক বিশেষ অধিবেশনে একথা জানান সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক মেজর জেনারেল আসিফ গফুর। তিনি বলেন, সেনাবাহিনী ভোটপ্রার্থীদের নিরাপত্তায় সরাসরি কোনো দায়িত্ব নেবে না। সেই দায়িত্ব পাকিস্তান সরকার ও পাক নির্বাচন কমিশনের। সেনা নির্বাচন কমিশনকে সুষ্ঠভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করায় কাজে সহযোগিতা করবে।

পুলিশের কর্মদক্ষতা নিয়ে আক্ষেপ প্রকাশ করে গফুর বলেন, যতদিন পর্যন্ত না দেশের পুলিশ নিজেদের দক্ষতা বাড়াচ্ছে, ততদিন পুলিশের কর্তব্য পালন করতে হবে সেনাবাহিনীকেই। তিনি বলেন, যেহেতু আফগানিস্তানের নির্বাচনের সময় সীমান্তে নিরাপত্তায় সহযোগিতা করেছিল পাকিস্তান, সেহেতু আফগান নিরাপত্তা বাহিনীও আগামী ২৫ তারিখ পাকিস্তানের নির্বাচনের সময় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

Related Posts

Leave a Reply