January 20, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

মাদক পাচারে যুক্ত টিয়া পাখি গ্রেফতার !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হলো একটি টিয়া পাখিকে! একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক যুবক-যুবতীকে। ব্রাজিলের পিয়াউই প্রদেশের ঘটনা। টিয়া পাখির বিশেষ ক্ষমতাকে কাজে লাগিয়ে মাদক ব্যবসার এমন নিদর্শন নেই বললেই চলে। বেশ কয়েকবার অভিযান চালিয়েও অপরাধীদের ধরতে ব্যর্থ হয় পুলিশ।

কারণ, বাড়ির সামনে পুলিশ পৌঁছলেই টিয়া পাখিটি বলে উঠত, মামেয় পুলিশিয়া। অর্থাৎ, বাড়িতে পুলিশ এসেছে। টিয়া পাখির সংকেত পেয়েই চক্রের সকলে গা ঢাকা দিত। ব্রাজিলের এক পুলিশ কর্তার বক্তব্য, ”আমরা এদিন অভিযানে গেলেও টিয়া পাখিটি একইভাবে সংকেত দিতে শুরু করে। তবুও আমরা ওদের দুজনকে গ্রেফতার করতে পেরেছি। টিয়া পাখিটিকে দীর্ঘদিন ধরে ওরা প্রশিক্ষণ দিয়েছিল।

Related Posts

Leave a Reply