স্বেচ্ছামৃত্যুর অধিকার চাইলেন নিউজিল্যান্ডের জনগণ
কলকাতা টাইমসঃ
স্বেচ্ছামৃত্যুর অধিকার চাইলেন নিউজিল্যান্ডের ৬৫ শতাংশ জনগণ। যন্ত্রণাহীন মৃত্যুর পক্ষেই রায় দিলেন সেদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক। জানা যাচ্ছে, আজ শুক্রবার গণভোটের ফল প্রকাশ হলে দেখা যায় অধিকাংশ মানুষ স্বেচ্ছামৃত্যুর পক্ষে ভোট দিয়েছেন। যা কার্যকর হলে, নেদারল্যান্ড এবং কানাডার পর নিউজিল্যান্ড হবে তৃতীয় দেশ যেখানে স্বেচ্ছামৃত্যু বৈধতা পাবে।
গুরুতর অসুস্থ ব্যক্তি যাদের বড়জোর ৬ মাস বাঁচার সম্ভাবনা রয়েছে তারা স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিতে পারবেন। এই মর্মে, গত বছর নিউজিল্যান্ডে স্বেচ্ছামৃত্যুর আইন বিল আকারে সংসদে পেশ করা হয়। আগামী ২০২১ সালের নভেম্বর থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।