চীনের বিরুদ্ধেও গর্জে উঠতে শুরু করেছে পাকিস্তানের মানুষ
কলকাতা টাইমসঃ
চীনের বিরুদ্ধেও গর্জে উঠতে শুরু করেছে পাকিস্তানের মানুষ। বিশেষত পাক অধিকৃত কাশ্মীরের জনগণ চীনের আগ্রাসী নীতির বিরুদ্ধে সোচ্চারে সামিল হলেন। তাদের বক্তব্য পাকিস্তানকে সঙ্গী করে তাদের ভাতে মারার পরিকল্পনা করছে চীন। প্রসঙ্গত, চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্প হল কোহালা প্রকল্প।
যার জন্য এই অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা নীলম এবং ঝিলমে বাঁধ দিয়ে তার গতিপথকে রোধ করার বিরুদ্ধেই গর্জে উঠেছে সেখানকার মানুষ। এই বাঁধ তৈরি হলে কাশ্মীরের মানুষ প্রবল জলসংকটের মধ্যে পড়বে বলে তারা মনে করেন। ব্যাহত হবে কৃষিকাজও। তাদের বক্তব্য সবটাই হচ্ছে চীনের প্রত্যক্ষ মদতে। গতকাল অর্থাৎ সোমবার রাতেই ওই অঞ্চলের মানুষ প্রতিবাদ বিক্ষোভে গর্জে ওঠে। রাতের অন্ধকারে মশাল হাতে মিছিল করতে দেখা যায় তাদের।