৫০ বছর পিছিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার জনগণ: ব্যবহার হচ্ছে হ্যারিকেন, কাঠকয়লার ইস্ত্রি
কলকাতা টাইমসঃ
তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে শ্রীলঙ্কা। খাদ্য সংকটের সঙ্গে দেখা দিয়েছে ভয়ঙ্কর জ্বালানি সংকট। দেশের সর্বত্র এখন শুধু হাহাকার। নেই বিদ্যুৎ। ফলে একপ্রকার বাধ্য হয়েই পুরনো আমলে ফিরে যেতে বাধ্য হচ্ছেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ। বৈদ্যুতিন ইস্ত্রি ছেড়ে কাঠকয়লার আয়রন মেশিন ব্যবহার করছে সেদেশের মানুষ। পাশাপাশি ব্যবহার হচ্ছে কেরোসিনের বাতি। জনগণের বক্তব্য ইতিমধ্যেই ৫০ বছর পিছিয়ে যেতে বাধ্য হচ্ছেন তারা।
তীব্র জ্বালানী সংকটের কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে শ্রীলঙ্কায়। গ্যাস ও জলেরও তীব্র সংকট দেখা দিয়েছে সেদেশে। বেড়েছে প্রয়োজনীয় পণ্যের দাম। একটি কাচের চিমনি বিকোচ্ছে ১ হাজার ৫০০ শ্রীলঙ্কান টাকায়। কাঠকয়লার আয়রন মেশিন বিক্রি হচ্ছে ৯০০টাকায়। বিপুল পরিমানে বেড়েছে হারিকেনের চাহিদা।