এই ব্যক্তির নিতম্বে ৮ সে:মি লম্বা গ্লাস পাওয়া গেল
কলকাতা টাইমস :
দুই দিন ধরে প্রচণ্ড নিতম্বের ব্যথা সহ্য না করতে পেরে শেষমেষ ডাক্তারের শরণাপন্ন হলেন চায়নায় বসবাসকারী এক ব্যাক্তি। প্রচণ্ড যন্ত্রণায় মানুষটি রীতিমত চেঁচামেচি শুরু করে দিয়েছেন। তার এই অদ্ভুত চিৎকার দেখে চায়নার চিকিৎসক তার নিতম্বের একটি এক্সরে করান। কিন্তু হায়, সে কী কাণ্ড! এক্সরে করানোর পর সেই এক্সরেতে দেখা মিলল মানুষটির নিতম্বে আটকে আছে ৮ সেন্টিমিটার লম্বা এবং ৭ সেন্টিমিটার প্রস্থের একটি কাঁচের গ্লাস।
তবে সেই ব্যক্তির কাছ থেকে তার নিতম্বে আটকে থাকা গ্লাসের ইতিহাস যানতে চাইলে, এর যথার্থ কোনো উত্তর পাওয়া যায়নি। তাই কী কারণে কিংবা কীভাবে কাঁচের গ্লাসটি এভাবে আটকে যায় তার কোনো সঠিক কারণ বের করা সম্ভব হয়নি।
যাই হোক, এক্সরের পর চিকিৎসকরা একটা অপারেশনের মাধ্যমে খুব সুন্দর এই গ্লাসটি বের করে আনেন। যদিও কাঁচের গ্লাসটি বের করার সময় ব্যক্তিটির পায়ু পথে গ্লাসটি ভেঙে যাওয়ার একটি সম্ভবনা থাকলেও, শেষ পর্যন্ত চিকিৎসকরা গ্লাসটি অক্ষত অবস্থায় বের করতে সক্ষম হন।