ফেসবুক থেকে ফাঁস হয়ে গেলো ২৭ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য
কলকাতা টাইমসঃ
২৬,৭১,৪০,৪৩৬ জন ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে বলে খবর। যার অধিকাংশই মার্কিন নাগরিক। ফাঁস হওয়া তথ্য নানান প্রতারণামূলক কাজে ব্যবহার করা হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
ইংল্যান্ডের একটি কম্পিউটার বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘কম্পারিটেক’জানাচ্ছে, তাদের সিকিউরিটি এক্সপার্ট বব ডিয়াচেঙ্কো সম্প্রতি ফেসবুক থেকে ফাঁস হওয়া তথ্যের সেই ডেটাবেইস খুঁজে পান। গত ৪ ডিসেম্বর ওই ডেটাবেইস অনলাইনে ইনডেক্স করা হয়। পরে আবার তা সরিয়ে ফেলা হয়।