১৬টি লেন্সের ক্যামেরা যুক্ত ফোন আসতে চলেছে বাজারে !
কলকাতা টাইমসঃ
দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজি কর্পোরেশন এবার ডুয়েল নয়, তিন বা চার নয়, একেবারে ১৬টি লেন্সের ক্যামেরা যুক্ত ফোন আসতে চলেছে বাজারে। স্মার্টফোনে ডুয়েল ক্যামেরার যারা পরিচয় করিয়ে দিয়েছে তাদের মধ্যে অন্যতম ছিল এলজি। তারা এই দিক দিয়ে ছিল প্রথম সারির একটি ব্র্যান্ড।
এলজি কর্পোরেশন ইতোমধ্যেই এই ১৬ টি লেন্সযুক্ত ক্যামেরার ফোন আনতে পেটেন্টের আবেদনও করেছে। প্রতিষ্ঠানটি আরও জানাচ্ছে, প্রতিটি লেন্স আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ছবি ধারণকরতে সক্ষম। ২০ নভেম্বর এলজি ইলেক্ট্রনিক্স ইউনাইটেড স্টেট পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের কাছ থেকে একটি পেটেন্ট পেয়েছে। যেটাতে থাকবে ১৬ লেন্সের ক্যামেরা এবং ম্যাট্রিক্স সেটআপ।
লেন্সগুলো বিভিন্ন দিক থেকে ছবি ধারণ করতে সক্ষম হলেও কোনো ব্যবহারকারী চাইলে যেকোনো একটি দিয়েও ছবি তুলতে পারবেন। এছাড়াও একই সময়ে বিভিন্ন লেন্স ব্যবহার করে একটি ছবিও তোলা যাবে। কোনো একটি সাবজেক্ট হিসেবে মানুষকে ধরা হলে তার মাথা এবং যেকোনো অঙ্গ আলাদা করে নির্বাচন করেও ছবি তোলা যাবে। তবে এখনো এলজি জানায়নি কবে নাগাদ ফোনটি তারা বাজারে ছাড়তে শুরু করবে।