January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali

প্রকাশ্যে এলো মঙ্গলের এক রহস্যময় গর্তের ছবি 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

সৌরজগত নিয়ে মানুষের কল্পনার শেষ নেই। আর মঙ্গলগ্রহ মানেই একটা রহস্যে মোড়া ব্যাপার। যেখানে প্রতি মুহূর্তে রহস্য উন্মোচনের কাজ চালিয়ে যাচ্ছে নাসা। এই বছরের মার্চের মাঝামাঝি সময়ে মঙ্গলে এক বিশালাকার গর্ত বা ক্রেটারের সন্ধান পেয়েছে নাসার মার্স অরবিটাররা। সেই ছবিই সম্প্রতি শেয়ার করেছে নাসা এবং অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের হাইরাইজ টিম। বিজ্ঞানীরা জানিয়েছেন, আর পাঁচটা সাধারণ গর্তের মতো দেখতে নয় এটি। ৮০’র দশকের বিখ্যাত ভিডিও গেম প্যাক ম্যান-এর আকৃতি যেমন, এটাও অনেকটা দেখতে তেমনই।

জানা গেছে, গর্তের ভিতর রয়েছে বালিয়াড়ি। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলে প্রচুর বার্খান বালিয়াড়ির সন্ধান আগেও মিলেছে। কী ভাবে এই গর্তের সৃষ্টি হল তা নিয়ে গবেষণা চালাচ্ছে নাসা। ফলে মঙ্গলে আরও একটা নতুন রহস্য উন্মোচনের অপেক্ষায় গোটা বিশ্ব। উল্লেখ্য, এই বছরের শুরুর দিকেও এক বিশালাকায় গর্তের সন্ধান পেয়েছিল মার্স অরবিটার। তার আকৃতিও ছিল অদ্ভুত ধরনের। অনেকটা ব্যাঙাচির মতো দেখতে।

 

Related Posts

Leave a Reply