হংকংয়ের মিউজিয়ামে স্থান করে নিয়েছে পাক ক্রিকেটপ্রেমীর হতাশার ছবি !
কলকাতা টাইমসঃ
২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপের গ্যালারিতে দাঁড়িয়ে হতাশার একটি এক্সপ্রেশন রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিলো। তাকে নিয়ে তৈরী হয়েছিলো লক্ষ লক্ষ মিল। পাকিস্তানি এই ক্রিকেটপ্রেমী সারিম আখতারের সেদিনকার সেই ছবি অনেকের অগোচরেই জায়গা করে নিয়েছে হংকংয়ের ‘মিম মিউজিয়ামে’।
প্রসঙ্গত, হংকংয়ের এই জাদুঘরটি বিশ্বের প্রথম মিম মিউজিয়াম। সেখানেই স্থান করে নিয়েছে সারিমের ছবি। ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হারার পর পাকিস্তানী এই ক্রিকেট প্রেমীর বেজার মুখে দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল হয়েছিল। সারিমের বোন ছবিটি হংকংয়ের মিউজিয়ামে আবিষ্কার করেন। পরনে লাল-নীল চেক শার্ট, তার ওপর হাফ স্লিভ পাফার জ্যাকেট। কোমরে দু’হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন দাদা।