ভেঙ্গে পড়লো বিমান: কিন্তু আশ্চর্যজনকভাবে অক্ষত রইলো সকল যাত্রী !
কলকাতা টাইমসঃ
ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়ে ভেঙ্গে পড়লো বিমান। কিন্তু আশ্চর্যজনকভাবে অক্ষত রইলো বিমানে থাকা সকল যাত্রী! অবাক করা এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে। বিমানটিতে তিনজন ক্রুসহ মোট ২১ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, টেক্সাসের ব্রুকশায়ারের হাউসটন এক্সিকিউটিভ এয়ারপোর্ট থেকে বিমানটি বোস্টনের উদ্দেশে রওনা দেয়ওয়ার কিছুক্ষনের মধ্যেই বিমানটি ভেঙ্গে পড়ে। দুর্ঘটনাস্থলে প্রচুর গাছপালা ছিল বলে জানা গেছে। বিমানের দুজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে খবর।