তাঁর জন্য বিমান ছাড়তে দেরি হয়েছে, পদত্যাগ করলেন মন্ত্রী !
কলকাতা টাইমসঃ
পশ্চিমবঙ্গে নির্বাচনী জনসভায় সকালের জায়গায় দুপুরে পৌঁছন দীপক অধিকারী। কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকে জনতা। অথচ কোনো ভ্রূক্ষেপ থাকেনা জনপ্রতিনিধির। শুনলে অবাক হতে হয়, পৃথিবীতে এমন কোনো দেশও আছে, যেখানে এক মন্ত্রীর কারণে বিমান উড়তে দেরি হওয়ায় পদত্যাগ করলেন সেই মন্ত্রী ! সত্যি, পৃথিৱীত আজও এরকম হয়।
এমনই অবাক করা ঘটনাটি ঘটিয়েছেন মেক্সিকোর পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী জোসেফা গঞ্জালেস-ব্ল্যাঙ্কো। সম্প্রতি তার জন্য একটি বিমান নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট দেরিতে রওনা দিতে বাধ্য হয়। এই ঘটনার এক সপ্তাহেরও মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। এমনকি প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।