November 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

সীমান্ত অতিক্রম করেছে সন্তান সম্ভবা গরু, মেরে ফেলার নিদান ইউরোপীয় ইউনিয়নের ! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আসন্ন প্রসবা একটি গাভী। আগামী ২২ দিনের মধ্যেই বাচ্চা প্রসব করতে পারে সে। অথচ এই মুহূর্তে তাকে তাকে মেরে ফেলার মতন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তার ‘অপরাধ’ সীমান্ত অতিক্রম করে ভিনদেশে ঢুকে পড়েছিল সে। জানা গেছে, গরুটি নিজের দেশের সীমান্ত অতিক্রম করে সার্বিয়ায় ঢুকে পড়ায় তার মৃতদণ্ড চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গাভীটির নাম পেনকা। তার মালিক বুলগেরিয়ার নাগরিক। ভুলবশত সীমান্ত অতিক্রম করে সার্বিয়ায় যাওয়ার পর আবার সে নিজের দেশে ফিরে এসেছিল।

তার পরেও বুলগেরিয়ার সরকারি কর্তাদের দাবি, ইউরোপীয় উনিয়নের আইন অনুযায়ী ওই গরুটিকে মেরে ফেলা বাধ্যতামূলক। জন ফ্লেক নামের একজন ইইউ পার্লামেন্টের সদস্য বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বোইকো বরিসভ এবং ইইউ প্রেসিডেন্টকে একটি চিঠি লিখে জানিয়েছেন, গরুটির ব্যাপারে তাদের কড়া আইনের বাস্তব প্রয়োগ হওয়া উচিত। প্রসঙ্গত, ইইউ নীতিমালায় বলা হয়েছে, সীমান্তের চেকপোস্ট দিয়ে গরু ইইউভুক্ত দেশে প্রবেশের সময় অবশ্যই কাগজপত্র সাথে রাখতে হবে। অবশ্য এই গরুটির ব্যাপারে ই্ইউ বিধি-নিষেধ শিথিল করার পক্ষে মত দিয়েছেন অনেকেই।

 

Related Posts

Leave a Reply