একটি সাপের দাম ৫০ লক্ষ টাকা !
কলকাতা টাইমসঃ
দেখতে অনেকটা সাধারণ দু’মুখো সাপের মতন। নাম রেড স্যান্ড বোয়া। এই সাপ ধরা বা বিক্রি নিষিদ্ধ হলেও আন্তর্জাতিক চোরাবাজারে এই সরীসৃপ প্রাণীটি বহুমূল্যে বিক্রি হয়। একটি সাপের দাম গিয়ে দাঁড়ায় প্রায় ৫০ লাখ টাকা! প্রসঙ্গত, রেড স্যান্ড বোয়া সাপের কোনো বিষ থাকে না। এগুলো দেখতেও আর পাঁচটা সাপের থেকে বেশ আলাদা হয়। এর মাথা ও লেজ দুটিই গোল। এরা নিজের গর্তে না থেকে ইঁদুরের গর্তে ঢুকে থাকে।
মহারাষ্ট্রের নবী মুম্বাইয়ের এক ব্যক্তি সম্প্রতি এই দুষ্প্রাপ্য সাপটি বিক্রি করার চেষ্টা করছিল। তাকে হাতে নাতে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। সাপটিকে উদ্ধারের পর বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গেছে, এই সাপ থেকে মহা মূল্যবান কিছু ওষুধ তৈরী করা হয়। তাছাড়া এর চামড়াও অত্যন্ত দামি।