মহার্ঘ এই মাছের দাম আড়াই কোটি
কলকাতা টাইমস :
অন্যান্য পণ্যের মতোই মাছের দাম যেন দিন দিন হু হু করে বেড়েই চলেছে। দাম ৫০০ পার করলেই মাথায় হাত, আর এখানে কিনা মাছের দাম আড়াই কোটি। শুনেই ভিমরি খাওয়ার জোগাড়। মাছ নাকি হিরে ? তাহলে শুনুন এই কোটি টাকার মাছের গল্প। সম্প্রতি টোকিও’র বাজারে একটি মাছের দাম হাঁকা হয়েছিল ৩ লাখ মার্কিন ডলার। অর্থাৎ টাকার মূল্যে সেটি আড়াই কোটি টাকারও বেশি।
অবিশ্বাস্য হলেও সত্যি, টোকিও’র সুজিকি মার্কেট নামের পাইকারি মাছের বাজার সম্প্রতি একটি দৈত্যাকৃতি নীল টুনা মাছ উঠে। মাছটিকে নিলামেও তোলেন বিক্রেতা। দিনটি ছিল শুক্রবার। সুজিকি মার্কেটটি এশিয়ার সবচেয়ে বড় মাছের বাজার বলে পরিচিত। বাজারটিতে প্রতি বছর হোম মাসের প্রথম সপ্তাহে মাছের নিলামের আয়োজন করা হয়। তবে কোনো সময়েই এত দামে কোনও মাছ বিক্রি হয়নি। ফলে একে নজিরবিহীন ঘটনাই বলেন উপস্থিত ক্রেতারা।
পরে টোকিওর বিখ্যাত রেস্তোরাঁর মালিক হিরোশি ওনোদেরা নিলামে মাছটি কিনে নেন। বিজয়ী হিরোশি সংবাদমাধ্যমকে জানান, ‘আমার রেস্তোরাঁর ক্রেতাদের জন্য বছরের শুরুতে দারুণ উপহার হবে এই মাছ।’ জানান এরকম বিশাল টুনা দিয়ে তৈরি খাবার ক্রেতাদের হাতে তুলে দিতে পেরে তিনিও আনন্দিত।