ফিনল্যান্ডে ১ দিনের জন্য দেশের প্রধানমন্ত্রী হলেন এক ষোড়শী !

কলকাতা টাইমসঃ
দেশ গঠনেক কাজে মহিলাদের এগিয়ে আনার ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ অবস্থান নিয়েছে ফিনল্যান্ড। সেই কর্মসূচি অনুযায়ী মাত্র এক দিনের জন্য দেশের দায়িত্ব তুলে দেওয়া হলো ১৬ বছরের এক কিশোরী হাতে। নাম আভা মুর্তো। ‘গার্লস টেকওভার’ নামক এই কর্মসূচির অংশ হিসেবে দেশের সম্বভনাময় কিশোরীদের একদিনের জন্য বিভ্ন্নি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়।
এই বছর ফিনল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে মহিলাদের আধুনিক প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য দেশগুলির মধ্যে রয়েছে কেনিয়া, পেরু, সুদান, ভিয়েতনাম সহ আরও কিছু দেশ। উল্লেখ্য, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন মাত্র ৩৪ বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম রাষ্ট্রপ্রধান হিসেবে গত ডিসেম্বরে দেশের দায়িত্ব গ্রহণ করেন। বুধবার আভা দায়িত্ব নেওয়ার পর তার সঙ্গে সাক্ষাৎ করেন দেশের ওই একদিনের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী সানা ম্যারিন।