November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

গুয়াহাটি বিমানবন্দরের ছাদ থেকে হুড়মুড়িয়ে নেমে আসছে বৃষ্টির জল!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

গুয়াহাটি বিমানবন্দরের ছাদ দিয়ে প্রবল বেগে বৃষ্টির জল পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গত সোমবার সন্ধ্যায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ভারী বৃষ্টিপাতের ফলে যাত্রী লাউঞ্জের নতুন করে বানানো জায়গাটিতে প্রবল বেগে জল ঢুকে পড়ে।

বিমানবন্দরের মালপত্র রাখার জায়গায় এয়ার কন্ডিশনিং এর ভেন্টের মধ্য দিয়ে এই জল ঢুকেপড়ে। লাইটের সকেট এবং সিলিংয়ের ফাঁকের মধ্যে দিয়েও হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে। বিমান বন্দর কতৃপক্ষ জানায় ‘আমরা সম্প্রতি ছাউনিরর সম্প্রসারণ করেছি। সেই কারণেই হয়ত এই ধরনের সমস্যা হয়েছে। আমি ঘটনাস্থলেই ছিলাম এবং সঙ্গেসঙ্গেই ব্যবস্থা নিয়েছি।’

যাত্রীদের দাবি, তারা বৃষ্টির জলে সম্পূর্ণ ভিজে গিয়েছেন এবং সমস্ত ব্যাগপত্রসহ তাদের অন্যত্র সরে যেতে হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, তাদের কোনো যন্ত্রপাতি এমনকি ব্যাগ সার্চ করার মেশিনেরও কোনো ক্ষতি হয়নি। অনেকে টুইটারের পোস্টে দেশের অসামরিক বিমান যোগাযোগ মন্ত্রী জয়ন্ত সিংহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভিডিওটি ট্যাগ করছেন।

 

Related Posts

Leave a Reply