দৌড় থামাতে হচ্ছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে
কলকাতা টাইমসঃ
দৌড় থামাতে হচ্ছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে। হাঁটুঁর সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আর কোনোদিন দৌঁড়াতে পারবেন পাকিস্তানের স্পিড স্টার শোয়েব আখতার। গতকাল ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন শোয়েব। ক্যাপশনে লেখেন, ‘আমার ছোটার দিন শেষ। হাঁটু প্রতিস্থাপনের জন্য শিগগিরই মেলবোর্নের উদ্দেশে রওনা হবো।’
প্রসঙ্গত, বছর দু’য়েক আগেও হাঁটুর অস্ত্রোপচারের জন্য মেলবোর্নে গিয়েছিলেন তিনি। ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করেছিলেন শোয়েব। যা এখন অবধি ক্রিকেটের ইতিহাসে সব চেয়ে দ্রুততম ডেলিভারি।