স্বপ্নের টাটা এয়ারলাইনসের নবজন্ম, ৬৯ বছর পর
কলকাতা টাইমসঃ
জামশেদজি টাটার প্রাণের এয়ার ইন্ডিয়াকে কিনে নিলো রতন টাটার টাটা গ্রুপ। দীর্ঘ প্রায় ৭০ বছর পর বর্তমানে ৪৫ হাজার কোটি টাকার সম্পত্তি মাত্র ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে হাতে পেলো টাটা গোষ্ঠী। ১৯৩২ সালে স্বাধীনতার পূর্বে এয়ার ইন্ডিয়ার দখল নিয়েছিলেন জেআরডি টাটা। তখন নাম ছিল টাটা এয়ারলাইন্স। ১৯৫৩ সালে কেন্দ্রীয় সরকার এই সংস্থাকে অধিগ্রহণ করে।
নিলামে ১৫ হাজার কোটি টাকা দর দিয়ে দ্বিতীয় স্থানে ছিলো স্পাইসজেট। বর্তমানে এয়ার ইন্ডিয়ার ঋণের পরিমান প্রায় ৬৬ হাজার কোটি টাকা। বর্তমানে ১২৭টি উড়োজাহাজ রয়েছে এই সংস্থার, মোট ৪ হাজার ৪০০টি অভ্যন্তরীণ এবং ১ হাজার ৮০০টি আন্তর্জাতিক অবতরণ এবং পার্কিং স্লটের পাশাপাশি বিদেশি বিমানবন্দরে ৯০০টি স্লটের নিয়ন্ত্রণ পাবে টাটা গ্রুপ।