রোনাল্ডোর সামনে রেকর্ডের হাতছানি
কলকাতা টাইমসঃ
ইতিমধ্যেই পাল্টে ফেলেছেন নিজের হেয়ারস্টাইল। নতুন দশকের নতুন বছরে বেশ কিছু নতুন রেকর্ডের হাতছানি রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনে। চলুন দেখে নেওয়া যাক তার সেই সম্ভাব্য সম্ভাব্য রেকর্ডগুলোকে…..
সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ জয়: ১৯৫৬-১৯৬৬ সালে ফ্রান্সিসকো জেনতো রিয়াল মাদ্রিদের হয়ে মোট ৬ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। এটাই এখনও পর্যন্ত বিশ্বরেকর্ড। কিন্তু, অচিরেই এই রেকর্ডে থাবা বসাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো এখনো পর্যন্ত মোট পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ২০২০ সালে জুভেন্টাসকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন করতে পারলেই রেকর্ডে সামিল হবে তার নাম।
ইউরোয় সবচেয়ে বেশি গোল করার রেকর্ড: এখনও পর্যন্ত চারটি ইউরো কাপে দেশের হয়ে ৯টি গোল করেছেন রোনাল্ডো।একই রেকর্ড রয়েছে প্লাতিনির। এই বছর একটি গোল করলেই শীর্ষে উঠে আসবেন রোনাল্ডো।
চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ৮টি হ্যাটট্রিক করার রেকর্ডে রোনাল্ডোর সঙ্গে ভাগ বসিয়েছেন লিওনেল মেসি। চলতি চ্যাম্পিয়ন্স লিগে একটি হ্যাটট্রিক করলেই মেসিকে টপকে যাওয়ার হাতছানি রোনাল্ডোর সামনে।
তিনটি লিগে এক মরসুমে সর্বোচ্চ গোল: প্রথম ফুটবলার হিসাবে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি-এ’র এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়তে পারেন সিআর সেভেন। ইংল্যান্ড ও স্পেনে ইতিমধ্যেই তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এবার ইতালিয়ান লিগে ১০টি গোল করে সিরি-এ’র সর্বোচ্চ স্কোরার হলেই ইতিহাস গড়বেন রোনাল্ডো।
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল: আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি (১০৯) গোল করার বিশ্বরেকর্ড রয়েছে ইরানের আলি দেইয়ের। রোনাল্ডো পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত ৯৯টি গোল করেছেন। এ বছর জাতীয় দলের হয়ে আর ১১টি গোল করলেইবাজিমাৎ।