পাঁচ মিনিটেই গড়া-ভাঙার সাক্ষী যে সম্পর্ক
কলকাতা টাইমস :
সিনেমা বা নাটক হলেও দর্শকদের মনে গভীর প্রভাব ফেলতো এই সম্পর্ক। এখানে তো বাস্তবে দুটি মানুষ তাদের বাঁধন ও ভাঙা দেখলেও মাত্র ৫ মিনিটেই। বলা হয় বিয়ে নাকি জন্ম-জন্মাত্রের সম্পর্ক। কিন্তু এই বিয়ের মেয়াদ ছিল মাত্র ৫ মিনিট।
সম্প্রতি আহমেদাবাদে এ ঘটনা শুনলে অবাক হবেন আপনিও। গুজরাট থেকে বিয়ে করতে গিয়েছিল বরপক্ষ। সব ঠিকঠাকই ছিল। এক দিকে চলছিল বিয়ের প্রক্রিয়া, অন্যদিকে খাওয়া দাওয়া শুরু। কিন্তু বিয়ের প্রক্রিয়া শেষ হতে না হতেই খাবার নিয়ে শুরু হয়ে যায় ঝগড়া। তাতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় কনে পক্ষ।
খাবার নিয়ে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকা হয়। তবে শেষ রক্ষা হয়নি। বিয়ের পাঁচ মিনিটের মধ্যেই কনে পক্ষ বিচ্ছেদের ঘোষণা দেন। দুই পরিবারের পক্ষ থেকে আইনজীবী ডেকে এনে বিয়ে অকার্যকর করা হয়েছে।