অচিরেই দেশ জুড়ে চালু হতে চলেছে ‘রিমোর্ট ভোটিং’ প্রক্রিয়া
কলকাতা টাইমসঃ
এবার দেশ এবং বিদেশের যে কোনো প্রান্তে বসেই ভোট দিতে পারবেন ভারতীয় ভোটাররা। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ‘রিমোট ভোটিং’ নামক এই ব্যবস্থায় এবার ঘরে বসেই দেওয়া যাবে ভোট। ভারতীয় নির্বাচন কমিশনের বক্তব্য, আইআইটি মাদ্রাজের গবেষকদের সহায়তায় খুব দ্রুত এই পদ্ধতি প্রয়োগে সফল হবেন তারা। কিছু দিনের মধ্যেই নতুন ব্যবস্থার মহড়া চালু হবে জানা যাচ্ছে। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে এই পদ্ধতির প্রয়োগ করা হবে না বলেই জানাচ্ছেন নির্বাচন কমিশনার।
আজ ২৫ জানুয়ারি, জাতীয় নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস। এই দিনটিকে ‘ভোটার দিবস’ হিসেবে পালন করা হয়। আজ সকালে সেই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানান, ভারতে খুব দ্রুত শুরু হতে চলেছে রিমোট ভোটিংয়ের মহড়া। নতুন পদ্ধতিতে শুধু দেশ নয়, বিদেশে থাকা ভারতীয়রাও এই নতুন ব্যবস্থায় ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।