কোথাও তিনটি চুমু তো কোথাও নাক ঘষে অতিথিকে স্বাগত করাই নিয়ম
ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে অপরিচিতদের মাঝে বাতাসে চুমু উড়িয়ে অভিবাদন জানানো একটি সচরাচর পদ্ধতি। কিন্তু প্রতিটি জাতির এবং কিছু কিছু ক্ষেত্রে একই দেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব রীতি-নীতি থাকতে পারে।
আর্জেন্টিনার পুরুষেরা পরস্পরের গালে চুমু দিয়ে অভিবাদন জানাবেন। কিন্তু বন্ধু না হলে তারা কাউকে গালে চুমু দেন না।
আরব বিশ্বে বাতাসে দুটি চুমু উড়িয়ে দেওয়া বাধ্যতামূলক, তবে তা শুধু একই লিঙ্গে মানুষের মধ্যে।
উত্তর ইউরোপের বেশিরভাগ দেশে অপরিচিতদের সঙ্গে একটি দৃঢ় হ্যান্ডশেক আর বন্ধুদেরকে একটি চুমু দিয়ে অভিবাদন জানানো হয়।
চুমু দেওয়ার সময় প্রথমে কোথায় তাক করতে হবে? পর্তুগালে সাধারণত বাম থেকে ডানে চুমু দেওয়া হয়, কিন্তু ফ্রান্সের স্ট্রসবুর্গে ডান থেকে বামে চুমু দেওয়া হয়।
অপরিচিতজনকে চুমু বা স্পর্শ করাটা এশিয়ায় কঠোর চোখে দেখা হয়। থাইল্যান্ডে সাধারণত মাথা নুইয়ে হাতজোড় করে অভিবাদন জানানো হয়। অনেকটা প্রার্থনার মতো করে। কম্বোডিয়া থেকে ইন্দোনেশিয়াজুড়ে একই ভঙ্গিতে অভিবাদন জানানো হয়।
তিব্বতের মানুষেরা অভিবাদন জানাতে বিরল এক ঐতিহ্যবাহী অঙ্গভঙ্গি করেন। তারা জিহ্বা বের করে পরস্পরকে অভিবাদন জানান। অবশ্য সবসময়ই একটু দূরত্ব বজায় রেখে কাজটি করা হয়।