January 20, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

৩০ জন মহিলাকে কেটে খেয়ে ফেলেছেন রাশিয়ার এই নরখাদক দম্পতি!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রাশিয়ার নাতালিয়া বাকসশিভা ও তার স্বামী দিমিত্রিকে নরখাদক হিসেবে চিহ্নিত করলো রাশিয়ান মেডিকেল টিম। ২০১৭ সালের অক্টোবর মাসে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় নাতালিয়া ও দিমিত্রিকে।

গ্রেফতারের পরেই তাদের মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ খেয়াল করেন তদন্তকারীরা। তখন মনোবিদদের একটি দলকে নির্দেশ দেওয়া হয় তাদের পরীক্ষা করার জন্য। পরীক্ষার শেষে সেই যুগলকে ‘‌মানসিক বিকারগ্রস্ত নরখাদক’‌ হিসেবে চিহ্নিত করলেন মনোবিদরা। তারা আরও জানিয়েছেন, নাতালিয়া ও দিমিত্রি কমকরে ৩০ জন মহিলাকে হত্যা করে কেটে খেয়ে ফেলেছে এবং তার জন্য এদের মধ্যে কোনও অনুতাপ বা অনুশোচনা নেই। ৩০ জন মহিলাকে খুনের পরেও পুলিশের সন্দেহের তালিকা থেকে বহু দূরে ছিল বাকসশিভা দম্পতি। এলিনা ভারুশিভা নামের এক তরুণী নিখোঁজ হওয়ার পরে তদন্ত শুরু করেছিল পুলিশ।

পরে নাতালিয়াদের বাড়ির পিছনে একটি আবর্জনার স্তূপ থেকে এলিনার মোবাইল ফোনটি খুঁজে পান একদল নির্মাণ কর্মী। তারা সেখানে একটি বাড়ি নির্মাণের কাজ করছিলেন। মোবাইল ফোনটি পুলিশের কাছে জমা দিলে তখন সন্দেহ গিয়ে পড়ে নাতালিয়াদের ওপরে। এর পরই জেরার মুখে বেরিয়ে আসে সমস্ত তথ্য।

 

Related Posts

Leave a Reply