এটিএম বুথ ও পাবলিক টয়লেটে একই ব্যাকটেরিয়া!
কলকাতা টাইমস :
ব্যাংকিং ব্যবস্থা সহজ করতে এবং গ্রহীতাদের সুবিধা বাড়াতে বিশ্বজুড়েই এটিএম বুথ ব্যবহার বাড়ানো হচ্ছে, কিন্তু জানেন কী, পাবলিক টয়লেটে যে পরিমাণ ব্যাকটেরিয়া রয়েছে, বুথগুলোতেও একই পরিমাণ ব্যাকটেরিয়া রয়েছে।
সম্প্রতি একটি ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান গবেষণা করে দেখেছে, দুই জায়গা থেকেই একই ধরনের অসুস্থতা তৈরি হতে পারে।
গবেষণা প্রতিষ্ঠান বিও কোর্টের রিচার্ড হাসটিংস বলেন, ‘আমরা খুবই অবাক হয়েছি, এটিএম মেশিনটি ব্যাকটেরিয়ায় ভর্তি এবং কাছের পাবলিক টয়লেটেও সমপরিমাণ ব্যাকটেরিয়া রয়েছে।’
ব্রিটিশ নাগরিকসহ ৩ হাজার জনের ওপর গবেষণা চালিয়ে দেখা যায়, পাবলিক টয়লেট ব্যবহারকারীদের বড় ধরনের অসুস্থতার ঝুঁকি থাকে। আর এটিএম বুথও একই ঝুঁকি বহন করছে।
উল্লেখ্য, ডায়রিয়া, টাইফয়েডসহ বিভিন্ন অসুস্থতা তৈরি হতে পারে এটিএম বুথ এবং পাবলিক টয়লেটের ব্যাকটেরিয়ার সংক্রমণের মাধ্যমে।