খুদে পড়ুয়াদের ওপর ছুরি চালিয়ে রক্তাক্ত করলেন স্কুলের সুরক্ষাকর্মীই
কলকাতা টাইমস :
করোনার আতঙ্কের মাঝেই মানসিক বিকৃতির পুরানো স্মৃতি তাজা করে ফের চীনের স্কুলে হামলার ঘটনা। চীনের একটি প্রাইমারি স্কুলে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী এবং স্কুলের স্টাফসহ প্রায় ৪০ জন জখম হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, এক নিরাপত্তারক্ষী ওই হামলা চালিয়েছেন। চীনের গুয়ানজি প্রদেশের ওয়াংগফু কাউন্টি সেন্টার প্রথমিক বিদ্যালয়ে সকাল ৮.৩০ মিনিটে ঘটনাটি ঘটে। এ হামলায় অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তিনি ৫০ বছর বয়সী লি ঝিয়াওমিন। স্কুলের নিরাপত্তা গার্ড হিসেবে কাজ করতেন।
তবে কী কারণে ওই নিরাপত্তারক্ষী শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর এভাবে হামলা চালালেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
মনে করিয়ে দি, গত কয়েক বছরে চীনের বিভিন্ন স্থানে এভাবে ছুরি নিয়ে হামলার বেশ কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশিরভাগই কিন্ডারগার্টেন এবং প্রাইমারি স্কুল।
এদিকে, চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ২২ জন। এর মধ্যে মারা গেছে ৪ হাজার ৬৩৪ জন। ইতোমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ৭৮ হাজার ৩১৯ জন।