আজব পরোয়ানা : এবার স্কুলই ঠিক করে দেবে ছাত্রীদের অন্তর্বাসের রং
কলকাতা টাইমসঃ
ছাত্রীদের স্কার্টের দৈর্ঘ্য কতটুকু হবে তা নির্ধারণ করেই ক্ষান্ত থাকে নি স্কুল কর্তৃপক্ষ, এর থেকেও মারাত্মক দাঁড়িয়েছে নির্দিষ্ট রঙের অন্তর্বাস পরার হুকুম। খানেই শেষ নয়, কোন সময় বাথরুম ব্যবহার করা যাবে বা যাবে না তাও নির্ধারণ করে দেয়া হয়েছে। পুনেতে মায়েরস এমআইটি স্কুলেএই নিয়ে শুরু হয়েছে পড়ুয়াদের আন্দোলন।
স্কুল কর্তৃপক্ষের পরোয়ানায় ক্ষুব্ধ ছাত্রীদের অভিভাবকরাও। এক অভিভাবক বলেন, মেয়েদের সাদা কিংবা বাদামি রঙের অন্তর্বাস পরতে বলা হয়েছে। স্কার্টের দৈর্ঘ্য ঠিক করে দেয়া হয়েছে। এসব কিছু স্কুলের ডায়রিতে লিখিতভাবে আছে এবং শিক্ষার্থীদের এতে স্বাক্ষর করতে বলা হয়েছে। যেটা আমরা মানতে পারছি না। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো কিছু বলতেই অস্বীকার করেছে।