চীনের দ্রুত হাসপাতাল তৈরির রহস্য
কলকাতা টাইমসঃ
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য একের পর এক দ্রুত হাসপাতাল তৈরী করছে চীন। এত দ্রুত কিভাবে তারা তৈরী করছে হাসপাতাল? যা কল্পনারও অতীত পশ্চিমি দেশগুলোর কাছে। ২০০৩ সালে সার্স ভাইরাস মোকাবেলায় রাজধানী বেইজিং-এ মাত্র ৭ দিনে হাসপাতাল নির্মাণ করা হয়েছিল। বেইজিং-এর হাসপাতালাটির মতো উহানের এই হুশেনশান হাসপাতালটিও আগে থেকে তৈরি করা ছোট ছোট বাড়ি বা ঘর একসাথে জোড়া দিয়ে তৈরি করা হচ্ছে।
এই হাসপাতালটির নির্মাণকাজ চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।চীনে প্রায় চার কোটি মানুষ এই হাসপাতাল নির্মাণের লাইভ স্ট্রিমিং দেখছে। প্রসঙ্গত, এক কোটি দশ লাখ মানুষের বাস উহানে। এখনও পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু হয়েছে চীনে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১৪,০০০-এরও বেশি।