হাতের তালুর ধরণেই লেখা চরিত্রের গোপন কথাটি
কলকাতা টাইমস :
জ্যোতিষ মতে বলা হচ্ছে, হাতের তালুর ধরন বলে দিতে পারে একজন ব্যক্তির চরিত্রের গোপন দিকগুলি। ধূসর রঙ হাতের তালু রঙ যদি একটি মেঠো রঙ বা ধূসর রঙের হয়, তাহলে সেই সমস্ত ব্যক্তিত্বকে দারিদ্রতার গ্রাসে চলে যায়। তবে এঁরা খুবই পরিশ্রমী। কিন্তু এঁরা কথায় কথায় মিথ্যে কতা বলে! এমনই দাবি শাস্ত্রজ্ঞদের।
তালুতে দাগ : যাঁদের তালুতে বিন্দু বা দাগ থাকে, তাঁদের বিভিন্ন ধরনের নেশা হয়। এঁদের ব্যক্তিগত জীবন খুবই ক্লান্তিকর হয়। সুখ ব্যক্তিগত জীবনে থাকে না বলেই জানা যায়। তবে একটি হাতের তালু দেখে বিশেষ কিছু জানা যায়না। এরজন্য আরও একটি হাতের তালুকেো বিচার করতে হয়।