February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ভারতীয় দুই ওপেনারের ধুঁ-আধার পারফর্মেন্স আজ ইতিহাস গড়লো দক্ষিণ আফ্রিকায় 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভারতীয় দুই ওপেনারের ধুঁ-আধার পারফর্মেন্স আজ ইতিহাস গড়লো দক্ষিণ আফ্রিকার মাটিতে। কেএল রাহুল এবং মায়াঙ্ক আগরওয়ালের যুগলবন্দী আজ তাকে লাগলো ক্রিকেট বিশ্বকে। তাদের পার্টনারশিপ আজ রবিবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ভারতের ১১ বছরের প্রতীক্ষার অবসান ঘটল। এদিন টস জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। রাহুল-মায়াঙ্ক ওপেন করতে নেমে ১১৭ রান যোগ করেন স্কোরবোর্ডে। তারা ভারতের ক্রিকেট ইতিহাসে তৃতীয় ওপেনিং জুটি যারা ১০০ রানের পার্টনারশিপ করলেন।

২০০৭ সালে ওয়াসিম জাফর ও দীনেশ কার্তিক কেপটাউনে ১৫৩ রানের পার্টনারশিপ করেছিলেন। এর তিন বছর পর গৌতম গম্ভীর ও বীরেন্দ্র শেবাগ ১৩৭ রান করেন। মায়াঙ্ক এদিন ৬০ রান করে লুঙ্গি নিদির বলে এলবিডব্লিউ হয়ে যান। মায়াঙ্ক তার টেস্ট কেরিয়ারে ৬ নম্বর হাফ-সেঞ্চুরি করেন। পরিসংখ্যান বলছে, মায়াঙ্ক এখন তার খেলা পাঁচ দেশেই হাফ-সেঞ্চুরি করেছেন টেস্টে। অস্ট্রেলিয়ায় তার জোড়া অর্ধ-শতরান আছে। চারটি শতরান ও একটি ফিফটি তিনি করেছেন ভারতে। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে পেয়েছেন ৫০ রানের ইনিংসের স্বাদ। এবার একটি ফিফটি করলেন দক্ষিণ আফ্রিকায়।

Related Posts

Leave a Reply