বিশ্বকাপের আগেই হানিমুন সারলেন এই তারকা ফুটবলার
নিউজ ডেস্কঃ
ক্লাব ফুটবলের ভক্ত যারা, তাদের কাছে পরিচত নাম ভিক্টর লিনডেলফ। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সের এই ফুটবলার এতদিন ব্যস্ত ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে। এই বছরই হোসে মরিনহোর ম্যানইউ-তে অভিষেক হয়েছে সুইডিশ ডিফেন্ডারের।
সম্প্রতি তিনি বিয়েও করেছেন তার ছোটবেলার বান্ধবী মাজা নিলসনকে। বিয়ে হল, আর হনিমুন হবে না, তাও কি হয়! তাই তেইশ বছরের এই সুইডিশ তারকা ফুটবলার এখন ছুটির মুডে। কারণ ইপিএল শেষ হওয়ার পর বিশ্বকাপের শুরুর মাঝে মাত্র একমাস, এরমধ্যেই ইতি টানতে হবে মধুচন্দ্রিমার। নিজের সদ্য ঘরণীর সঙ্গে সময় কাটাতেই এই প্ল্যান।
বিশ্বকাপে বেশকিছু দেশের তরফে খেলার দিনগুলোতে স্ত্রী বা বান্ধবীদের নিজের সঙ্গে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বলা তো যায় না সুইডেনের কোচ শেষ মুহূর্তে কী বলে বসেন। তাই আর কোন ঝুঁকি নিতে চাননি ভিক্টর। ইপিএল ও বিশ্বকাপের মাঝের সময়টা চুটিয়ে মজা করছেন স্ত্রী মাজাকে নিয়ে।