দাবানল দুর্গতদের সাহায্যে ঝাঁপিয়ে পড়লেন ক্রীড়া জগতের তারকারা

কলকাতা টাইমসঃ
অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে বিপর্যস্ত সেদেশের বিস্তীর্ন জনজীবন। আগুনের কবলে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৫০ কোটিরও বেশি পশুপাখির। পুড়ে ছাই হয়ে গেছে দেড় হাজারেরও বেশি বাড়ি। আতংকে সমুদ্রের পাড়ে থাই নিয়েছেন হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়াজগতের মানুষেরা। সম্প্রতি টেনিস তারকা সেরেনা উইলিয়ামস তার জেতা পুরস্কার মূল্যের পুরোটাই দেন করেছেন অসহায় দুর্গতদের।
এরই মধ্যে নিজের ব্যাগি গ্রিন ক্যাপটি নিলামে তুলেছেন কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন। সেখান থেকে পাওয়া অর্থ দাবানল কবলিত মানুষদের সাহায্যে দান করেছেন তিনি। এগিয়ে এসেছেন আরেক অস্ট্রেলিয়া কিংবদন্তি জেফ টমসনও। তার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাদা সোয়েটার নিলামে তুলেন তিনি। তাদরে দেখানো পথেই এবার এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা। তিনটি চ্যারিটেবল টি-টুয়েন্টি ম্যাচের মাধ্যমে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।