হুবহু প্রাচীন মিশরীয় যোদ্ধার মাথার আদলের এক প্রস্তরখন্ড পাওয়া গেলো মঙ্গলে !
stone, Egyptian warrior, found, Mars
নিউজ ডেস্কঃ মঙ্গলে প্রাণ ছিল বা আছে কিনা তা নিয়ে জল্পনার শেষ নেই। সম্প্রতি নাসার মহাকাশযান কিউরিওসিটির মঙ্গল গ্রহ থেকে পাঠানো একটি ছবি দেখে সেই দাবি আরও জোরাল করে তুলেছেন ব্রিস্টলের বাসিন্দা, জো হোয়াইট নামে ৪৫ বছরের এক মহাকাশ চিত্র সাংবাদিক। তার দাবি, মঙ্গলের গহ্বর থেকে তোলা সেই ছবিতে অনেক পাথরখণ্ডের মধ্যেই রয়েছে এমন একটি পাথরখণ্ড যা আসলে দেখতে প্রাচীণ মিশরীয় নারী যোদ্ধার মূর্তির মুণ্ডের মতো।
জো আরও উল্লেখ করেছেন, প্রাচীন মিশরীয় নারী যোদ্ধারা যেরকম শিরস্ত্রাণ পরতেন, সেই পাথরখণ্ডেও অবিকল সেই ছাঁচ রয়েছে। এছাড়া মূর্তির কপালেও যোদ্ধার চিহ্ন আছে। তবে পৃথিবীতে দেখতে পাওয়া প্রাচীণ মিশরীয় মূর্তির থেকে অনেকটাই আকারে ছোট, দৈর্ঘ্য আর প্রস্থে মাত্র কয়েক ইঞ্চি সেই প্রস্তরখণ্ডটি। জো আরও দাবি করেছেন, গত কয়েক বছরে মঙ্গল থেকে পাঠানো কিউরিওসিটির প্রায় ১৫,০০০ ছবি আপলোড করেছে নাসা। তিনি সেগুলি খুঁটিয়ে দেখেছেন। গবেষকরা তা পরীক্ষা করলে বোঝা যাবে যে লাল গ্রহেও একসময় প্রাণ ছিল। তবে তা কতদিন আগে তা বলতে পারেননি জো।