November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

আগামী ৬৫ দিনের জন্য এই শহর থেকে নিখোঁজ হলো সূর্য !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ত বুধবার শেষবারের মতো সূর্য দেখেছে এই শহরের মানুষ। আগামী ৬৫ দিনের জন্য অস্তাচলে গেলো সে। বুধবার দুপুর দেড়টা নাগাদ শহর থেকে নিখোঁজ হলো সূর্য। আমেরিকার আলাস্কার ‘উৎকিয়াৎভিক’ নামের এই ছোট্ট শহর প্রত্যেক বছরই এই ঘটনার সাক্ষী থাকে। আগামী ২২ জানুয়ারি ফের ফিরে আসবে সূর্য।

প্রতি বছরই শীতকালে দু’মাসের জন্য সূর্য এখানে ছুটি নেয়। পৃথিবীর শেষপ্রান্তে অবস্থানের কারণেই এমনটা ঘটে থাকে এখানে। এই ঘটনা ‘পোলার নাইট’ হিসেবে খ্যাত। যদিও, এই দু’মাস প্রতিদিনই সকাল হবে। মাত্র কয়েক ঘণ্টা আলোর ছটা থাকলেও সূর্য উঠতে দেখা যাবে না। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই এখানকার আকাশ ছিল মেঘলা। অবশেষে বুধবারই আচমকা আকাশ পরিষ্কার হয়ে শহর থেকে বিদায় নেয় ‘সূর্য মামা’।

Related Posts

Leave a Reply