January 21, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আগামী ২ মাসের জন্য সূর্য অস্ত গেলো এখানে !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভোর হলেই দেখা দেয় সূর্যের আলো। ছেলেবেলা থেকেই আমরা এমনটাই দেখতে অভ্যস্ত। তবে পৃথিবীর সব জায়গায় কিন্তু হিসেবটা এতটা সরল নয়। কোথাও কোথাও সকাল হলেও ওঠে না সূর্য। ঘড়ির কাঁটা শুধু জানান দেয় সময়। কিন্তু চারপাশ জুড়ে থাকে শুধুই অন্ধকার।

বর্তমানে এমনই সময় শুরু হয়ে গেল আলাস্কায়। আলাস্কার ‘উতকিয়াগভিক’ শহরে শুরু হল ৬৫ দিনের রাত। গত রবিবার মাত্র ৬৪ মিনিটের জন্য সূর্যের আলো দেখেছে ওই অঞ্চলের মানুষ। এদিন, স্থানীয় সময় দুপুর ১টা ৪৪ মিনিট নাগাদ অস্ত যায় সূর্য। আবার দেখা দেবে সেই আগামী বছরে। ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুপুর ১টা ৪ মিনিটে সূর্য উঠবে বলে জানা গেছে।

ওই শহরে ৪০০০ লোকের বসবাস। রবিবার সূর্য ওঠে ১২টা ৪০ মিনিটে আর অস্ত যায় ১টা ৪৪ মিনিটে। এদিন, শেষবার সূর্যকে দেখতে জড় হয়েছিলেন শহরের বাসিন্দারা। এর আগে, গত ৩০ দিন রাত ছিল ওই অঞ্চলে। তবে এদিন দীর্ঘদিনের জন্য অস্ত গেল সূর্য। যদিও মেঘের জন্য ৬৪ মিনিটের সূর্যকে ভালভাবে দেখতে পাননি তারা। তবে উৎসবের ঢঙেই শুরু হল এই অনন্ত রাত।

জানা গেছে, এই পোলার নাইট চলাকালীন তাপমাত্রা থাকবে মোটামুটিভাবে মাইনাস ৫ থেকে  মাইনাস ১০ ডিগ্রি ফারেনহাইট। রাতের দিকে সেটা হবে  মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইট। তবে এই অঞ্চল একেবারে অন্ধকারে ঢাকা থাকবে না। দেখা যাবে পোলার লাইট।

 

Related Posts

Leave a Reply