November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

 বিক্ষোভে উত্তাল সুপ্রিম কোর্ট চত্বর, আটক সাংবাদিক, আইনজীবী !  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বিরুদ্ধে আজ মঙ্গলবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সুপ্রিম কোর্ট চত্বর। সোমবার তার বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে ব্যাখ্যা করে তদন্ত কমিটি। তারই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আদালত খোলার পর থেকেই সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল আইনজীবী। যোগ দেন বেশ কিছু মহিলা সমাজকর্মীও। বিক্ষোভ হটাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। বিক্ষোভের সময় ঘটনাস্থলে হাজির কয়েকজন সাংবাদিককেও আটক করে পুলিশ।

বিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রেফতার করা হয় বিক্ষোভকারীদের। মন্দিরমার্গ থানায় রাখা হয়েছে তাদের। দিল্লি পুলিশের পিআরও মধর বর্মার জানান, সুপ্রিম কোর্ট চত্বরে সারা বছর ১৪৪ ধারা জারি থাকে। সেখানে বিক্ষোভ দেখানোর বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল সুপ্রিম কোর্টের ২২ জন বিচারপতিকে হলফনামা দিয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জানান এক মহিলা।

Related Posts

Leave a Reply