ভারতীয় ক্রীড়াজগৎকে আজ ঘোরতর বিপর্যয়ের হাত থেকে রক্ষা করলো সুপ্রিম কোর্ট
কলকাতা টাইমসঃ
ভারতীয় ক্রীড়াজগৎকে আজ ঘোরতর বিপর্যয়ের হাত থেকে রক্ষা করলো সুপ্রিম কোর্ট। ফিফার পর এবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির রোষে পড়ার আশংকায় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেওয়া থেকে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সকে বিরত করল ভারতের শীর্ষ আদালত। প্রসঙ্গত, ফিফার মতোই আন্তর্জাতিক অলিম্পক সংস্থাও কোনও জাতীয় সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করে না। নির্বাচিত কমিটির বাইরে অন্য কারও হাতে ক্ষমতা গেলে সংশ্লিষ্ট দেশকে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া হয় না।
কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের হাতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরিচালন ক্ষমতা গেলে ভারত সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হতে পারতো। এমন আশঙ্কা প্রকাশ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল ভারতীয় অলিম্পিক কমিটি। সেই মামলার জরুরি ভিত্তিতে শুনানিতে আজ বিচারপতি সিটি রবি কুমার এবং প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেয়।