৫ লাখ টাকা মাস মাইনের বিনিময়ে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে সিরিয়ান সেনা
কলকাতা টাইমসঃ
৫ লাখ টাকা মাস মাইনের বিনিময়ে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে সিরিয়ান সেনা। সম্প্রতি এক সিরিয়ান সেনার বয়ানে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর এক তথ্য। ওই সৈনিকের দাবি, তার জানা কমপক্ষে ২০০ জন সিরিয়ান সেনা স্বেচ্ছায় রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিয়েছে।
সিরিয়ার ওই সেনা আরও জানান, তার পরিবার চায়নি তিনি ইউক্রেন যুদ্ধে যোগ দিক। রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছে এই যুদ্ধে তার মৃত্যু হলে তার পরিবারকে ৩৭ হাজার পাউন্ড বা ৩৭ লাখ টাকা দেওয়া হবে। তার দাবি, রাশিয়ার এই প্রস্তাবের ফলে অনেক গরীব সিরিয়ান পরিবারের মুখে খাবার জুটবে। সূত্রের খবর, এই সেনা নিয়োগের জন্য সিরিয়ায় কমপক্ষে ১৪টি সেন্টার খোলা হয়েছে।