এমাসের ২১ তারিখ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে ‘তাজমহল’
কলকাতা টাইমসঃ
৬ মাস বন্ধ থাকার পর এমাসের ২১ তারিখ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে ‘তাজমহল’। তবে করোনা পরিস্থিতির জন্য থাকছে বেশ কিছু বিধিনিষেধ। বেঁধে দেওয়া হয়েছে দর্শকের সংখ্যাও। জানা যাচ্ছে, একই দিনে আগ্রা ফোর্টের প্রবেশদ্বারও খুলে দেওয়া হবে দর্শকদের জন্য। উল্যেখ্য, করোনার কারণে গত ১৭ মার্চ তাজমহল, আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রিসহ প্রতিটি দর্শনীয় স্থান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।
তাজমহলে প্রতিদিন ৫ হাজার দর্শক এবং আগ্রা ফোর্টে দিনে আড়াই হাজার মানুষকে প্রবেশ করতে পারবেন। অথচ এই তাজে প্রতিদিন গড়ে ৮০ হাজার দর্শক প্রবেশের অনুমতি পেতেন। জানা যাচ্ছে, প্রতিটি গেটেই দর্শকদের শারীরিক তাপমাত্রা পরীক্ষা করা হবে। কেবলমাত্র ই-টিকিটের মাধ্যমেই তাজমহলে প্রবেশের সুযোগ থাকছে। দিনে দু’বার করে স্যানিটাইজ করা হবে তাজমহল চত্ত্বর। মানতে হবে সামাজিক দূরত্ববিধি।