January 20, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

নাবালক ছাত্রের সঙ্গে যৌনতায় মেতে গ্রেপ্তার শিক্ষিকা 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

মজার ছলে হাসিঠাট্টা আর কথাবার্তা, আর সেই মজাই গড়িয়ে গেল যৌনাকাঙ্খায়৷ আর সেটা এতটা প্রবল যে নিজের ছাত্রকেও ছাড়লেন না এক গণিতের শিক্ষিকা৷ যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘটে গিয়েছে এমনই এক ঘটনা যা পড়লে শিউরে উঠবে যে কেউ৷

প্রথম প্রথম সেক্স-চ্যাট, স্ন্যাপ চ্যাটে বিষয়টি আবদ্ধ থাকলেও, পরবর্তী ক্ষেত্রে সব বাঁধন খুলে গিয়ে এক ভয়ঙ্কর রুপ নেয়৷ নিজের প্রেমিক ফ্ল্যাটে না থাকার সুযোগে এই শিক্ষিকা ডেকে নেয় তার ১৬বছর বয়সী ছাত্রকে৷ আর তারপরেই মেতে ওঠে যৌনতায়৷ শুধু ফাঁকা অ্যাপার্টমেন্টেই নয়, খোলা আকাশের নীচে, পার্কের বেঞ্চেও তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়৷

স্কুলের চাকরি আগেই ছেড়েছিলেন৷ ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠতার নেশায় নিজের বিয়েও আটকে দেন৷ এই শিক্ষিকা ইন্টারনেটে বারবার এই ছাত্রকে নিজের নগ্ন সেলফি পাঠাতে থাকেন৷ তবে এমন ঘটনা তো বেশিদিন চাপা থাকে না৷ ছাত্রের সঙ্গে ফোনে তার শিক্ষিকার নিষিদ্ধ-বিতর্কিত কথা শুনে ফেলে অন্যজন৷ এরপর শিক্ষিকা গ্রেফতার হন৷ পরে অবশ্য জরিমানা দিয়ে জামিন পান৷

 

Related Posts

Leave a Reply