January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

পড়ুয়াদের চিনতে হিমশিম খাম এই স্কুলের শিক্ষকরা, কারণ…. 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :  

আজব কাণ্ড! যে দিকে চোখ যায়, সবই একই রকম।  একই ঠোঁট, একই মুখ৷‌ একে অপরের হুবহু! স্কুলে তাদের বেশির ভাগই মনে যমজ। স্কুলটি যমজ স্কুল হিসেবেই পরিচিত।  স্কুলটিতে ২৩ জোড়া শিশুর পড়াশোনা করার রেকর্ড হয়েছে।  সে হিসেবে হন্ডুরাসের দানিলি শহরের স্কুলটিকে যমজদের স্কুল বলেই ডাকা হয়।

আরও পড়ুন : কে শুয়ে ছিলেন সেই সমাধিতে?

একই ক্লাসে থাকায় বিষয়টি বেশ উপভোগ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। স্কুলের কিছু ঘটনায় যমজরা আলাদা সুবিধা ভোগ করে।  কিন্তু বিপদে পড়ছে তাদের বন্ধুরা। তবে সবকিছু মিলে স্কুলটিতে বেশ ভালো আছে যমজ শিক্ষার্থীরা।  এ কথা তাদেরই। অভিভাবকরাও তাদের নিয়ে কোনো টেনশনে নেই।

শহরের ছাত্রছাত্রীদের পৃথক স্কুল হওয়ায় কো-এডুকেশনের স্কুলটিতে যমজ ভাই-বোনদের একসাথে ভর্তি করান অভিভাবকরা।  শুধু যমজ ভাই-বোন’ই নয়, যমজ ভাই ও যমজ বোনেরাও এ স্কুলে ভর্তি হয়েছে।

Related Posts

Leave a Reply