এশিয়া কাপের জন্য দল ঘোষণা করলো বিসিসিআই, দলে নতুম মুখ খলিল আহমেদ
কলকাতা টাইমসঃ
এশিয়া কাপের জন্য ১৬ জনের দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই আসর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সহ-অধিনায়কের দায়িত্বে শিখর ধাওয়ান। মনীশ পাণ্ডে ও কেদার যাদবকে দলে ফেরানো হয়েছে। দলে একমাত্র নতুন মুখ খলিল আহমেদ।
কেদার আইপিএলের সময় চোট পেয়েছিলেন। চোট সারিয়ে অবশেষে ফিরলেন একদিনের দলে। পেস আক্রমণ জোরদার করার জন্য বাঁহাতি মিডিয়াম পেসার খলিলকে দলে নেওয়া হয়েছে। আইপিএল খেলার অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় এই প্রথম তিনি।
ভারতের ১৬ জনের দলটা একবার দেখে নেওয়া যাক:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ–অধিনায়ক), লোকেশ রাহুল, অম্বাতি রাইডু, মনীশ পাণ্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ।