স্যানিটাইজার ব্যবহারে বেঁকে বসছে মন্দির-মসজিদ কর্তৃপক্ষ
কলকাতা টাইমসঃ
অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহারের কথা বলছে বিশ্ব সাস্থ সংস্থা। শুধু তাই নয়, ‘হু’ বক্তব্য তাতে থাকতে হবে অন্তত ৭০ শতাংশ ইথাইল অ্যালকোহল। ঠিক এই জায়গাতেই বেঁকে বসেছে বেশ কিছু মন্দির এবং মসজিদ কতৃপক্ষ। শুধু মসজিদ নয়, বেশ কিছু মন্দির কর্তৃপক্ষও অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহারে নারাজ। মথুরার বেশ কিছু মন্দির ইতিমধ্যেই হ্যান্ডস্যানিটাইজারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। প্রসঙ্গত, এমাসেই মন্দির-মসজিদ খুলে দেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার।
উত্তরপ্রদেশের বরেলি শহরের দরগা ‘আলা হজরত’ -এর মৌলানা দেশের সমস্ত মসজিদের প্রধানকে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন। তার বক্তব্য, ইসলাম ধর্মে অ্যালকোহল নিষিদ্ধ। তাই এই ধরণের স্যানিটাইজার ব্যবহারে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। তাই মসজিদ চত্বরে সাবান, ডিটারজেন্ট বা শ্যাম্পু ব্যবহার করা হবে।